অত্যাধুনিক গেমিং জোন KID'S KINGDOM ( শিশুরাজ্য) উদ্বোধন


 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্ম শতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে আজ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের জন্য মুজিব বর্ষের উপহার হিসেবে অত্যাধুনিক গেমিং জোন KID'S KINGDOM ( শিশুরাজ্য) উদ্বোধন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, বাংলাদেশ পুলিশের সাবেক সফলতম আইজিপি,কমিউনিটি পুলিশিং এর প্রবক্তা ও রূপকার জনাব একেএম শহীদুল হক বিপিএম পিপিএম মহোদয়।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীয়তপুর জনাব মোঃ সাইফুর রহমান পিপিএম , অফিসার ইনচার্জ নড়িয়া থানা জনাব হাফিজুর রহমান, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্য হাজী নূরুল হক বেপারী,
এ সময় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ফরিদ আল হোসাইন সহ শিক্ষক -শিক্ষিকাগণ ও স্বল্প সংখ্যক স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।